বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ৩
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় ঢাকার সাভার ও আশুলিয়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। বুধবার (৬ নভেম্বর) রাতে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আশুলিয়ার মির্জানগর এনায়েতপুর এলাকার মো. আব্দুল হালিম (৩৭), আশুলিয়ার বেলমা এলাকার মো. সেলিম হাওলাদার (২৭) ও সাভার পৌর এলাকার মজিদপুরের বাসিন্দা ও শ্রমিক লীগ নেতা সালাম ফরাজি।
পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত ও কয়েক শত আহত হয়। এসব ঘটনায় হতাহতের পরিবার মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ সব তথ্য নিশ্চিত করেন।
সাব্বির/বকুল