ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৭ নভেম্বর ২০২৪  
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পূনর্গঠন করা হয়েছে। থানজামা লুসাইকে চেয়ারম্যান করে ১৪ জন সদস্য নিযুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। চেয়ারম্যানসহ ১৫ জন পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী পরিষদে সদস্যরা হলেন, বান্দরবান সদর রেইছা এলাকার রাজুময় তচঙ্গ্যা, লামা চম্পাতলীর ম্যা ম্যা নু মারমা, থানচি উপজেলার এডভোকেট উবাথোয়াই মারমা, রাজবিলার উমং চিং মারমা, থানচি হেডম্যান পাড়ার খামলাই ম্রো, বান্দরবান পৌর এলাকার মং এ চিং চাক, থানচি মরিমন পাড়ার সানাই প্রু ত্রিপুরা, রুমা উপজেলার লালজার লম বম, রোয়াংছড়ি উপজেলার নাফ্রাং খুমী, আলীকদম উপজেলার সাইফুল ইসলাম রিমন, বান্দরবান সদর থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, বান্দরবান পৌর এলাকার মোহাম্মদ আবুল কালাম, বান্দরবান পৌর শহর মধ্যম পাড়ার মাধবী মারমা ও বান্দরবান বাজার এলাকার খুরশিদা ইসহাক।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবেন। 
 

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়