ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শিশু সন্তানকে দত্তক দিয়ে এক মাস পর থানায় অভিযোগ করে ফেরত

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:০৬, ৮ নভেম্বর ২০২৪
শিশু সন্তানকে দত্তক দিয়ে এক মাস পর থানায় অভিযোগ করে ফেরত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাত মাস বয়সী এক শিশুকে দত্তক দিয়ে এক মাস পর থানায় অভিযোগ করে আবার ফেরত নিয়েছেন বাবা-মা। 

অভাবের তাড়নায় শিশুটির বাবা-মা রকিবুল হাসান রাব্বি ও সলিমা আক্তার ৪০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে নিঃসন্তান দম্পতি আমিনুল ইসলাম ও মালেকা খাতুনের কাছে দত্তক দেন। তবে এক মাস পর শিশুটিকে ফিরে পেতে থানায় অভিযোগ দায়ের করেন তারা।

জানা গেছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর স্ট্যাম্পের মাধ্যমে ৪০ হাজার টাকায় শিশুটিকে দত্তক দেন তারা। তবে এক মাস ৭ দিন পর শিশুটির জন্য মন কাঁদে তাদের, তাই থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়।

রকিবুল হাসান রাব্বি বলেন, ‘ভুল করেছি, এখন বাচ্চা পাইছি। ৪০ হাজার না ৩৫ হাজার টাকা ব্যাগে ঢুকিয়ে দিছিলো, ফেরত চাইলে তো দিতেই হবে।’

দত্তক নেয়া আমিনুল ইসলাম বলেন,  ১৪ বছর ধরে আমার বাচ্চা নাই তাই একটা ছেলে বাচ্চা দত্তক নিছিলাম, আমরা বাচ্চাটারে অনেক ভালোবাসি। কিন্তু পুলিশ এসে বাচ্চাকে নিয়ে গেল। টাকাও ফেরত পাইনি, বাচ্চাও না। আমার স্ত্রী অসুস্থ এখন তাকেই বাঁচানো কঠিন হয়ে পড়েছে।’

দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুই পক্ষের আলোচনা শেষে আসল বাবা-মায়ের কাছেই শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। টাকার বিষয়টি তাদের নিজেদের মধ্যে সমাধান করতে হবে।’

সোহেল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়