ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চীনের এসিসি পোয়েট্রি সোসাইটির অ্যাম্বাসেডর হলেন মাগুরার জহির

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৮, ৮ নভেম্বর ২০২৪
চীনের এসিসি পোয়েট্রি সোসাইটির অ্যাম্বাসেডর হলেন মাগুরার জহির

মাগুরার মহম্মদপুর উপজেলার কৃতিমুখ বিশিষ্ট কবি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান রহমত চীনের সাংহাই’র এসিসি আন্তর্জাতিক সাহিত্য এবং পোয়েট্রি সোসাইটি’র অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 

শুক্রবার (৮ নভেম্বর)  এসিসি আন্তর্জাতিক সাহিত্য এবং পোয়েট্রি সোসাইটি’র অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি।

এসিসি আন্তর্জাতিক সাহিত্য এবং পোয়েট্রি সোসাইটি সারা বিশ্বের শিল্প সাহিত্যের মেলবন্ধন ঘটানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের আমন্ত্রণ জানিয়ে থাকে। সেই সঙ্গে তারা বিভিন্ন দেশের খ্যাতিমান কবিদের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে থাকে। নিয়োগপ্রাপ্ত  কবি এবং চীন দেশের মধ্যে সাহিত্যের আদান প্রদান ঘটে এবং তারা পরষ্পর দুই দেশের সাহিত্যকে স্ব-স্ব দেশের মানুষের কাছে তুলে ধরে। এছাড়াও নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে কবিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা আমন্ত্রিত হয়ে নিজ নিজ দেশের শিল্প সাহিত্যের প্রতিনিধিত্ব করে। 

জহির রায়হান রহমত এমন একটি গুরুত্বপূর্ণ সংগঠনের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় মাগুরাবাসী তাকে নিয়ে গর্বিত। 

শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়