ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

যারা বিএনপি সাজার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকতে হবে: সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৮, ৮ নভেম্বর ২০২৪
যারা বিএনপি সাজার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকতে হবে: সেলিমুজ্জামান

বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার নেপথ্যের কারিগর ছিলেন তারেক রহমান। গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদের সুযোগ-সুবিধা নিয়ে আবারো নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের থেকে দূরে থাকতে হবে।’

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জেলা বিএনপি আয়োজিত সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বিগত দিনে যাদের সঙ্গে ফ্যাসিবাদের নূন্যতম সম্পর্ক ছিলো তাদের বিএনপিতে জায়গা হবে না। কোনো জুলুমকারী, চাঁদাবাজ ও নির্যাতনকারীদের বিএনপিতে জায়গা হবে না। ৩১ দফা দিয়ে তারেক রহমান যে বাংলাদেশ সৃষ্টি করতে চান, সেই বাংলাদেশ মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার ও মুক্তভাবে চলাচল করার অধিকার ফিরে পাবেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। যেখানে কোনো শোষণ ও দুর্নীতির স্থান হবে না। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সুখি ও সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আরো পড়ুন:

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপি’র সভাপতি হাসিবুর রহমান হাসিব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর পার্কে এসে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেটি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়