ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

ঋত্বিকের বাড়ি থেকে দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:২৬, ৮ নভেম্বর ২০২৪
ঋত্বিকের বাড়ি থেকে দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশ

গত বুধবার পৈতৃক ভিটায় ঋত্বিক কুমার ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়

বাড়িটিতে থেকেছেন কালজয়ী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক। সেই বাড়ি থেকেই ঋত্বিকের দেয়ালচিত্র মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন রাজশাহীর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান।

রাজশাহী নগরের মিয়াপাড়ার এই পৈতৃক বাড়িতে কেটেছে ঋত্বিকের শৈশব ও কৈশোর। পরিবার কলকাতা চলে যাওয়ার পর ১৯৮৯ সালে এ বাড়ির ৩৪ শতাংশ জমি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয় সরকার। ভিটার উত্তর অংশে গড়ে তোলা হয় হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের আধুনিক ভবন। এ ভবনের দক্ষিণ অংশে ছিল ঋত্বিকের স্মৃতিবিজড়িত বাড়ি।

দীর্ঘদিন ধরেই বাড়ির পুরো জায়গাটিই দখলে নিয়ে ভবন করার চেষ্টা করছে হোমিওপ্যাথিক কলেজ। গত ৬ ও ৭ আগস্ট বাড়ির পুরনো কয়েকটি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। তখন বন্ধ ছিল কলেজের সিসি ক্যামেরা। ঘরগুলো ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ করেন রাজশাহীর সাংস্কৃতিক কর্মীরা। গত ৪ নভেম্বর ছিল ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী।

ছবি সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও এই ভিটায় তিন দিনব্যাপী ঋত্বিকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই আয়োজন করা হয় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর। এ আয়োজন উপলক্ষে ভেঙে ফেলা ঘরগুলোর দেয়ালে দেয়ালে ঋত্বিক ঘটকের ছবি, তার নির্মিত ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’র মতো সিনেমার পোস্টার রঙ-তুলি দিয়ে চিত্রায়িত করা হয়।

এই দেয়াল চিত্র মুছে ফেলার নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সমাপনী দিনে রাজশাহী হোমিওপ্যাথিক  কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে মুঠোফোনে কল দিয়ে বলেন, ‘মাসুদ ভাই, দক্ষিণের দেয়ালে কি সব এঁকেছেন, সেটা মুছে দিয়ে যাবেন।’ পাশাপাশি ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটিকে নিয়ে কলেজ কর্তৃপক্ষ অপপ্রচার করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাড়ির দেয়ালে দেয়ালে কলেজের পক্ষ থেকে ‘তথাকথিত ভাঙা বাড়ি কারও ব্যক্তিগত সম্পদ নয়, বরং হোমিও কলেজের নিজস্ব সম্পত্তি’, ‘ভূমিদস্যুদের কবল থেকে হোমিও কলেজকে রক্ষা করুন’সহ বিভিন্ন আপত্তিকর কথা লিখে ব্যানার-ফেস্টুন লাগিয়ে রাখা হয়েছে। বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের সভাপতি টুকটুক তালুকদারের সঙ্গে দেখা করেছেন। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানতে চাইলে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ বলেন, ‘শেষ দিন অনুষ্ঠান চলাকালেই কলেজের গার্ড এসে আমাকে বলেন যে, অধ্যক্ষ আমাকে বারবার ফোন দিচ্ছেন, আমি কেন ধরছি না। মোবাইল বের করে দেখি, অধ্যক্ষ আমাকে চারবার ফোন করেছেন। আমি ফোন ব্যাক করলে তিনি বলেন, ‘মাসুদ ভাই, দক্ষিণের দেয়ালে কি সব এঁকেছেন, সেটা মুছে দিয়ে যাবেন।’ যার বাড়ি, তার ছবিই তিনি মুছে ফেলতে বলেন। তখন আমি বলি, এসব নিয়ে আপনার সঙ্গে পরে কথা বলব। পরে আর এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে কথা না বলে বিষয়টি আমরা জেলা প্রশাসনকে অবহিত করেছি।’

ঋত্বিক ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশনা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ ডা. আনিসুর রহমান বলেন, ‘আমার সঙ্গে আয়োজকদের কারো কোনো কথাই হয়নি।’ 

মাসুদের সঙ্গে ফোনে কথা বলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান ভালোভাবেই হলো। এর বাইরে আমি কোনো কথা তাকে বলিনি।’

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি জানিয়েছে, এখন তারা ঋত্বিক ঘটকের বাড়ির জমিটি দ্রুত অবমুক্ত করে ‘ঋত্বিক কমপ্লেক্স’ ভবন নির্মাণের দাবি জানাচ্ছেন। ঋত্বিক কমপ্লেক্সে থাকবে- ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র, ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট, ঋত্বিক সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, গ্রন্থাগার ও ল্যাবসহ নানান কিছু।

কেয়া/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়