ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

জমি সংক্রান্ত বিরোধে সিলেটে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৮ নভেম্বর ২০২৪  
জমি সংক্রান্ত বিরোধে সিলেটে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে জোবায়ের হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সুলতানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের হোসেন ও তার চাচাতো ভাই সুলতান আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। আজ ফজরের নামাজের পর দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান দা দিয়ে জোবায়ের হোসেনকে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মারা যান জোবায়ের হোসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

আরো পড়ুন:

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়