ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৮ নভেম্বর ২০২৪  
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জানাজা শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাজার ইমামতি করেন পদ্মবিলা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রহমত-উল্লাহ। জানাজায় প্রচুর মানুষ অংশ নেয়। 

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন তিন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী। এ সময় গুরুতর আহত হন আরো একজন।

আরো পড়ুন:

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার পদ্মবিলা মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিক রহমান, মোশারফ হোসেনের ছেলে শাকিব হাসান ও ছলিম হোসেনের ছেলে ফাহাদ হোসেন। তারা সবাই মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানাজার আগে দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থী সাকিবের বাবা মোশারফ হোসেন বলেন, ‘কারো সন্তান যেন বেপরোয়াভাবে গাড়ি না চালায়। এ বিষয়ে আপনারা সন্তানদের সতর্ক করে দেবেন। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা করে দেবেন।’ 

মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, ‘তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিদ্যালয়ে আগামী রোববার শোক পালন করা হবে।’

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়