ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

নুরের দলকে পরগাছা বললেন জাতীয় পার্টির মোস্তফা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০১, ৮ নভেম্বর ২০২৪
নুরের দলকে পরগাছা বললেন জাতীয় পার্টির মোস্তফা

মোস্তাফিজার রহমান মোস্তফা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নূরুল হক নুরের গণ অধিকার পরিষদকে পরগাছা দল বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 

তিনি বলেছেন, ‌‘নিজের ক্ষমতায় নয়, সারা দেশের মতো রংপুরেও অন্যের ওপর ভর করে সমাবেশ করে গেছেন নুর।’

শুক্রবার (৮ নভেম্বর) রংপুর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে নিজ দলের যৌথকর্মী সভায় এসব কথা বলেন মোস্তাফিজার।

আরো পড়ুন:

আরো পড়ুন: গণহত্যার দায়ে আ.লীগ ও দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবি

মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। জাতীয় পার্টিকে সংলাপ বা নির্বাচনে ডাকা না হলে রংপুরের সব প্রশাসনিক দপ্তর ঘেরাও করা হবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশিদিন টিকতে পারবেন না।’

মোস্তফা বলেন, ‘যারা জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তারা সাবধান হন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না। যে কোনো মূল্যে তারা রংপুরে এই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করবে।’

আরো পড়ুন: পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, জাতীয় পার্টিকে সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের সম্প্রতি রংপুরে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি পিপীলিকা না বাজপাখি। যাকে ধরে তাকে ছাড়ে না। কাজেই জাতীয় পার্টিকে নিয়ে খেলতে আসবেন না। আসলে তার ফলাফল সুখকর হবে না।’

রংপুর মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, আজ একই সময়ে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তারাও সমাবেশ জুড়ে কড়া সমালোচনা করেন জাতীয় পার্টির।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়