ঢাকা     বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৫ ১৪৩১

চাঁদপুরের গ্রামে একই দিনে দুই তরুণের আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৩৪, ৯ নভেম্বর ২০২৪
চাঁদপুরের গ্রামে একই দিনে দুই তরুণের আত্মহত্যা

ফাহিম হোসেন ও মোহাম্মদ আবু ওসমান

চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ শোল্লা গ্রামে একই দিনে দুই তরুণ আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ। এর আগে এদিন বিকেলে এই দুটি আত্মহত্যার ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই মো. জাকির বলেন, প্রেমে ব্যর্থ হয়ে মোহাম্মদ আবু ওসমান (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।

আবু ওসমান দক্ষিণ শোল্লা গ্রামের আব্দুল মোতালেব সর্দার ও শাহিনা বেগম দম্পতির ছেলে। 

আরেক ঘটনায় ফরিদগঞ্জ থানার এস আই মো. দেলোয়ার বলেন, পারিবারিক কলহের জের ধরে ফাহিম হোসেন (১৬) বিষ খেয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

ফাহিম হোসেন দক্ষিণ শোল্লা গ্রামের কাজী বাড়ির মৃত রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির ছেলে।

জয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়