ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৯ নভেম্বর ২০২৪  
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিট আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল ‘প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার’। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়। আর রানার আপ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। প্রধান বিচারক হিসেবে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

রাজশাহী শহরের ২৪টি বিদ্যালয় নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শুক্রবার (৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম তিনটি নকআউট পর্ব অনুষ্ঠিত হয় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে।

আরো পড়ুন:

ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সবাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো. আমিনুর ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়্যুথ কো-ক্যারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল; রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মো. জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি সাজেদুর রহমান, যুব প্রধান আলি হোসেন।
 

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়