ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা ব্যাহত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৯ নভেম্বর ২০২৪  
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা ব্যাহত

নড়াইলের কালিয়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিন ধরে চিকিৎসক ও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে দায়িত্বরত চিকিৎসক এবং রোগীরা ভোগান্তিতে পড়ছেন। 

কালিয়া উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ লাখ ৪৩ হাজার লোকের বসবাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সংখ্যক মানুষের চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদ রয়েছে ২১টি, তবে সেখানে কর্মরত আছেন ১২ জন। নার্সের পদ রয়েছে ৩৭টি, কর্মরত ২৫ জন। তৃতীয় শ্রেণীর ২৮টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ১৮ জন। 

আরো পড়ুন:

উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুর রউফ মোল্যা বলেন, তিনি হাতের ব্যথার জন্য হাসপাতালে এসেছেন, কিন্তু ভালো চিকিৎসক পাচ্ছেন না। চাঁদপুর গ্রামের জিল্লুর রহমান জানান, পেটের ব্যথার জন্য দুই দিন হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসক পেলেও ওষুধ পাচ্ছেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হাসিব বলেন, জনবল সংকটের কারণে তারা বিপাকে পড়েছেন। এতগুলো পদ শূন্য থাকায় রোগীর সঠিক সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে। তারপরও চেষ্টা করছেন সাধারণ মানুষ যেন চিকিৎসা নিতে এসে ফিরে না যান।

কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ বলেন, এত জনবলের সংকট থাকলে রোগীর যথাযথ চিকিৎসাসেবা দেওয়া অসম্ভব। বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিটি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত শূন্য পদের অনুকূলে জনবল পাওয়া যায়নি।

নড়াইল সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি দ্রুত সমাধান করা হবে। 
 

শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়