ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শ্রমিক বিক্ষোভ

১০ ঘণ্টায়ও সচল হয়নি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:০০, ৯ নভেম্বর ২০২৪
১০ ঘণ্টায়ও সচল হয়নি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

সড়কে শ্রমিক বিক্ষোভের কারণে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন পরিবহনের দুই যাত্রী। আজ বিকেলে তোলা ছবি

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ১০ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে মহাসড়কে। সড়কটিতে যাতায়াতকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শত শত যানবাহন সড়কে দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

জানা গেছে, শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭টায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানাটির অবস্থান। কারখানাটির শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকেরা বেতন দাবি করলে কর্তৃপক্ষ বিভিন্ন বাহানা করে কালক্ষেপণ করছে। গত ২৮ অক্টোবর শ্রমিকরা আন্দোলন করলে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। তখন পুলিশ জানায়, ৩ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধ করা হবে। পরে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। 

আরো পড়ুন:

গত ৫ নভেম্বর আবার শ্রমিকরা বিক্ষোভ করলে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি সমাধান করার আশ্বাস দেন। তখন শ্রমিকরা ফিরে যান। তবে, মাসের ৯ তারিখ হয়ে গেলেও শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এছাড়া, কিছুদিন ধরে বন্ধ আছে কারখানা। এসব কারণে আজ সকালে আবারো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন সকাল থেকে সড়কে দাঁড়িয়ে রয়েছে। 

কারখানাটির শ্রমিক আব্দুস সাত্তার বলেন, ‘আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের কয়েকবার আশ্বাস দিয়েও বেতন দেয়নি কর্তৃপক্ষ। আমরা সকাল থেকে মহাসড়কে আছি। মালিকপক্ষ এখনো যোগাযোগ করেনি।’

এ বিষয়ে জানতে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম হোসেন বলেন, শ্রমিকরা তিন মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এখন পর্যন্ত তারা অবরোধ সরিয়ে নেয়নি। কারখানাটির মালিক বিদেশে রয়েছেন। যৌথ বাহিনীও ঘটনাস্থলে রয়েছে। কয়েক দফা বুঝানো হয়েছে তবুও শ্রমিকরা মহাসড়ক ছাড়েনি। 

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়