ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

রাজশাহীতে কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ৯ নভেম্বর ২০২৪  
রাজশাহীতে কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীর পবায় বিভিন্ন কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি। এসময় স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করার দায়ে হিমালয় কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি সোহরাব হোসেন অভিযান চালান। তার সঙ্গে বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যরাও ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বায়া এলাকায় অবস্থিত হিমালয় কোল্ড স্টোরেজ। সেখানে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সোহরাব হোসেন কোল্ড স্টোরেজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

আরো পড়ুন:

ইউএনও সোহরাব হোসেন জানান, আলুর দাম বৃদ্ধির সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে টাস্কফোর্স কমিটি কোল্ড স্টোরেজে বর্তমানে আলু মজুতের পরিমাণ পর্যবেক্ষণ করছে। হিমালয় কোল্ড স্টোরেজে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ কর হয়নি। তাই কোল্ড স্টোরেজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়