ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

৩ দিন বন্ধ থাকবে কাজীরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৯ নভেম্বর ২০২৪  
৩ দিন বন্ধ থাকবে কাজীরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল

নাব্য সংকটের কারণে পাবনা বেড়া উপজেলার কাজীরহাট থেকে মানিকগঞ্জের আরিচা নৌপথে তিন দিনের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। 

শনিবার (৯ নভেম্বর) কাজীরহাট ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান জানান, আজ আমাদের ম্যানেজমেন্ট তিন দিনের জন্য এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে।

এর আগে, গতকাল শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এছাড়া, গত ২ নভেম্বর রাত ৯টার দিকে নাব্যতা সংকটের কারণে কাজিরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ৩৮ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

আরো পড়ুন:

কাজীরহাট ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার রাত থেকে নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার আমাদের ম্যানেজমেন্ট তিন দিনের জন্য কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে।

জরুরি পণ্যবাহী ট্রাক চালকদের অন্য পথ দিয়ে গন্তব্যে যেতে অনুরোধ জানান তিনি।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়