ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

গাজীপুরে বাসচাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১০ নভেম্বর ২০২৪  
গাজীপুরে বাসচাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত 

গাজীপুর কালিয়াকৈরে বাসচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, টাঙ্গাইল সখিপুরের সবুর মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৩), মাধুপুর উপজেলাট মো. সৈয়দের ছেলে মুসলিম উদ্দিন (৩০) ও সখিপুর উপজেলার সেকানৃদর আলীর ছেলে জুয়েল (৩২)। এছাড়া, আজিজুল নামে একজন আহত হয়েছেন। 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে প্রাইভেটকারটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। 

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক শহিদুল বলেন, তিন জনের মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজাউল করিম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়