ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

রাসেল’স ভাইপারের দংশন, সাপটি মেরে হাসপাতালে কৃষক

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১০ নভেম্বর ২০২৪  
রাসেল’স ভাইপারের দংশন, সাপটি মেরে হাসপাতালে কৃষক

রাসেল’স ভাইপারের দংশনে আহত কৃষক শাহিনুর ইসলাম

রাজশাহীতে এক কৃষককে বিষধর রাসেল’স ভাইপার সাপে কেটেছে। সাপটি দংশন করলে ওই কৃষক সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপ নিয়েই যান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

এ কৃষকের নাম শাহিনুর ইসলাম (৩০)। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামে। বাবার নাম কয়নাল হোসেন। শাহিনুরের পায়ে দংশন করেছে রাসেল’স ভাইপার। তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালের জরুরি বিভাগে শাহিনুর ইসলাম জানান, রোববার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি জমিতে কাজ করছিলেন। তখন রাসেল’স ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। পরে সাপটিকে মেরে তিনি মৃত সাপসহই হাসপাতালে আসেন।

আরো পড়ুন:

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, শাহিনুরের পা ফুলে গেছে। তবে অন্য শারীরিক সমস্যা দেখা যায়নি। দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেল’স ভাইপার সাপসহ হাসপাতালে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়