ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত 

পিরোজপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১০ নভেম্বর ২০২৪  
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত 

শহীদ নূর হোসেন দিবস ঘিরে রাজধানীর গুলিস্তানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এর প্রতিবাদে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীসহ সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে গণজমায়েতে রুপ নেয়।

গণজমায়েতে শিক্ষার্থীরা বলেন, ‘আওয়ামী লীগ অস্তিত্বহীনতায় ভুগছে তাই ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ করতে চায়। আমরা তা প্রতিহত করব। হাসিনাসহ তার দোসরদের পুনর্বাসন করতে দেওয়া যাবে না। শহীদ নূর হোসেন দিবসকে পুঁজি করে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমরা তা কঠোর হাতে প্রতিহত করব, প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবো।’ 

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসমা আক্তার মিতু বলেন, ‘স্বৈরাচারি খুনি হাসিনা ও তার দোসররা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিলে ভাঙচুর ও অবমাননার ষড়যন্ত্র করতে চেয়েছেন। তারা এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে বিধায় এমন করছে, তবে আমরা যেকোনো মূল্যে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করব।’ 

গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন, শাহরিয়ার আমীন শিশির, আসমা আক্তার মিতু, মো মুইন উদ্দিন, শাহারিয়ার আমীন সাগর, ইফতি হাসান অভি, লুলু আল মারজান, সাইয়েদা সুলতানা, কাজী সানি, সাদিয়া, মাহা প্রমুখ।
 

তাওহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়