ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পানছড়িতে গোলাগুলি, ইউপিডিএফ সংগঠক নিহতের খবর

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১০ নভেম্বর ২০২৪  
পানছড়িতে গোলাগুলি, ইউপিডিএফ সংগঠক নিহতের খবর

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুদকছড়া ভারতবর্ষ পাড়ায় দুই পাহাড়ি সংগঠনের মধ্যে গোলাগুলিতে মিটন চাকমা (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসিম জানান, রোববার (১০ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় গোলাগুলির হওয়ার খবর পাওয়া গেছে। কোনো হতাহতের খবর জানা যায়নি।

আরো পড়ুন: খাগড়াছড়িতে গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

আরো পড়ুন:

 

নিহত ব্যক্তিকে ইউনাইটেড পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত দলের পানছড়ির সংগঠক হিসেবে দাবি করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেছেন, জনসংহতি সমিতির (সন্তু লারমা) সশস্ত্র গ্রুপের সদস্যরা ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালালে মিটন চাকমা নিহত হন। 

বিবৃতিতে আরো জানানো হয়, মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোল বাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। মিটন চাকমা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ২০২২ সালের নভেম্বরে তিনি ইউপিডিএফে যোগ দেন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে একই উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের তিনকর্মী নিহত হন। সেসময় এক বিবৃতিতে ইউপিডিএফ জানায়, একদল সশস্ত্র ‘সন্ত্রাসী’ ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিন ইউপিডিএফ কর্মী নিহত হন।

রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়