ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গৃহবধূর মরদেহ মিললো ডিপ ফ্রিজে

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:১৪, ১০ নভেম্বর ২০২৪
গৃহবধূর মরদেহ মিললো ডিপ ফ্রিজে

বগুড়ার দুপচাঁচিয়ায় ডিপ ফ্রিজের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উম্মে সালমা (৪৭) না‌মে এক গৃহবধূ‌র মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা সদরের জয়পুরপাড়া মহল্লার চারতলা বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার হয়। 

দুপচা‌চিয়া থানার ও‌সি ফরিদুল ইসলাম বলেন, ‘হাসপাতা‌ল কর্তৃপ‌ক্ষের ফোন পে‌য়ে আমরা মরদেহ নিজেদের হেফাজ‌তে নি‌য়ে‌ছি। আমরা জান‌তে পে‌রে‌ছি স্বামী এবং সন্তান ওই নারী‌কে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। তদন্ত চলছে।’

নিহত সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। 

আরো পড়ুন:

স্বজনরা জানান, আজ সকালে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছেলে সাদ বিন আজিজুর রহমান মাদরাসায় যান। সালমা বাড়িতে একাই ছিলেন। দুপুর পৌ‌নে ২টার দিকে ছে‌লে সাদ বিন আজিজুর রহমান মাদরাসা ছুটির পর বাসায় ফেরেন। ঘরে কাপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দে‌খতে পান তিনি। মাকে ঘরে দেখতে না পেয়ে তিনি তার বাবা আজিজুর রহমানকে খবর দেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে আজিজুর রহমান সালমাকে হাত-পা বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে দেখতে পান। 

আজিজুর রহমান ওই অবস্থায় সালমাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। 

ও‌সি ফরিদুল ইসলাম বলেন, ‘নিহ‌তের স্বজন‌দের কা‌ছে জান‌তে পে‌রে‌ছি, ওই নারীকে ডিপ‌ ফ্রিজে রাখা হ‌য়ে‌ছি‌ল। তার হাত-পা বাঁধা ছিল। আমরা হাসপাতা‌লে গি‌য়ে নিহতের হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পাইনি। নিহ‌তের গলায় আঘা‌তের চিহ্ন ছি‌ল। লাশ ময়নাতদ‌ন্তের জন্য বগুড়া শহীদ‌ জিয়াউর রহমান মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’ 

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়‌নি। মামলাও হয়‌নি। বিষয়‌টি নি‌য়ে আমরা তদন্ত কর‌ছি।’

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়