ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আদালতের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালানো আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১০ নভেম্বর ২০২৪  
আদালতের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালানো আসামি গ্রেপ্তার

শরীয়তপুর আদালতের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান রাজু মাল (২৬) নামে এক আসামি। রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে পালিয়ে যান তিনি। বিকেল ৪টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, আসামি হাজতে থাকাকালে সুকৌশলে পালিয়ে যায়। পালানোর এক ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রাজু মাল ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাকে চুরির মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, আজ সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়। তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। বিকেল ৩ টার দিকে হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান তিনি। পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, ‌‘আসামি হাজতে থাকাকালে সুকৌশলে পালিয়ে গিয়েছিল। এক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়