ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

পঞ্চগড়ের সাবেক ৩ এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৫, ১০ নভেম্বর ২০২৪
পঞ্চগড়ের সাবেক ৩ এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আলামিন নামে এক যুবককে হত্যার পর লাশ গুমের অভিযোগে পঞ্চগড়ের সাবেক তিন সংসদ সদস্য সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়ছে। নাম না জানা আসামি করা হয়েছে আরো ১৫০ জনকে।

বোরবার (১০ নভেম্বর) পঞ্চগড় সদর থানার ওসি এস. এম মাসুদ পারভেজ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শনিবার রাতে পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন গুমের শিকার আলামিনের বাবা মো. মনু। তিনি জেলা সদরের উত্তর দর্জিপাড়া এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জলসহ ১৯ জন।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. মনুর ছেলে আলামিন পেশায় রিকশা চালক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। এজন্য আন্দোলনের শুরু থেকেই তাকে হুমকি দেওয়া হতো। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলামিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারীর বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন কতিপয় আসামির পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আলামিন জখম করে। পরে তারা আলামিনের মরদেহ টেনেহিঁচড়ে নিয়ে যায়। তখন থেকেই আলামিনের সন্ধান নেই।

মামলার বাদী মো. মনু বলেন, ‘আলামিনের সঙ্গে সেদিন যারা ছিল তাদের সঙ্গে কথা বলেই মামলা করেছি। আমি ধারণা করছি, ছেলেকে হত্যার পর তার লাশ গুম করে রাখা হয়েছে। আমি ন্যায় বিচার চাই।’

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়