ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১০ নভেম্বর ২০২৪  
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

আব্দুল কাদির

চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বদিউজ্জামান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট বোনের স্বামী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে আব্দুল কাদির গ্রেপ্তার হন।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সন্ধ্যা ৬টার দিকে আসামিরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ করে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা নিজেদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে ও আন্দোলনকারীদের মারধর করে। আসামিরা হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান গুরুতর আহত হন।

সেসময় অন্য আসামিরা বদিউজ্জামানের ব্যবহৃত ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি লুট করে নিয়ে যায়। বদিউজ্জামানকে আশঙ্কাজন অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম রয়েছে। নাম না জানা আসামি করা হয় দেড়শ জনকে।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়