কক্সবাজারে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের সদরের পৌরসভার কলাতলী থেকে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইসমাইল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র্যাব-১৫ এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে কলাতলী এলাকার চন্দ্রিমার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. ইসমাইল কলাতলী চন্দ্রিমার মাঠ এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, ডিএমপির দারুস সালাম থানার একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইলকে গ্রেপ্তারের জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা চলতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইসমাইল কক্সবাজারের কলাতলী এলাকায় আত্মগোপন করছেন। রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে কলাতলী এলাকার চন্দ্রিমার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল স্বীকার করেন, তিনি মাদক মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত ইসমাইলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
তারেকুর/ইমন/