ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১১ নভেম্বর ২০২৪  
সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

অস্ত্র মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের কোর্ট পরিদর্শক জাকের হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা যায়, রাউজানের গহিরায় গত ২৫ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি অস্ত্রগুলো অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা হয়।

এ মামলায় আজ সাবেক সাংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর রিমান্ডের আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে। গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

গত ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলাসহ পৃথক তিন মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়