ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাগুরায় ছাত্রদল নেতা তৈয়ব হত্যার বিচার দাবিতে মানববন্ধন  

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১১ নভেম্বর ২০২৪  
মাগুরায় ছাত্রদল নেতা তৈয়ব হত্যার বিচার দাবিতে মানববন্ধন  

মাগুরার মহম্মদপুর উপজেলায় ছাত্রদল নেতা তৈয়ব হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা সদর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ।

ফেসবুকে পোস্ট করা নিয়ে স্থানীয় শত্রুতার জের ধরে ২০২৩ সালের ২৩ আগস্ট প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আবু তৈয়েব মোল্যা মারা যান।

আরো পড়ুন:

মানববন্ধনে তৈয়বের বাবা আবুল কালাম আজাদ ও মা বলেন, তাদের সন্তানের খুনিরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের জোর দাবি জানান তারা।

হত্যার দীর্ঘদিন পার হলেও মামলার চার্জশিট না দেওয়ায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। 

ঢাকা/শাহীন/বকুল  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়