ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নড়াইলে নতুন ইউএনও’র সঙ্গে সুধীজনের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১১ নভেম্বর ২০২৪  
নড়াইলে নতুন ইউএনও’র সঙ্গে সুধীজনের মতবিনিময়

নড়াইলের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে নতুন ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুম রাণী মজুমদার, জামায়াতের সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।

নতুন ইউএনও বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের উত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, শিক্ষা ও শিল্প সংস্কৃতির মানোন্নয়ন, অনলাইন প্রতারণা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, চিত্রা নদী দখল ও দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃংখলা রক্ষায় অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 

শরিফুর/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়