মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে শিক্ষকদের অবস্থান
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে এখন কোনো পরিচালক নেই। ফলে শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আবেদনের কোনো অগ্রগতি হচ্ছে না।
মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) আবেদন কার্যক্রম বন্ধ থাকায় সোমবার (১১ নভেম্বর) শিক্ষকেরা মাউশির আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা দ্রুত পরিচালক পদায়নের দাবি জানিয়েছেন।
এমপিও পেতে আবেদন করা বিভিন্ন কলেজের শিক্ষকেরা আজ সকাল থেকে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। বিকেল পর্যন্ত তারা সেখানে ছিলেন।
শিক্ষকেরা জানান, প্রতি দুই মাস পরপর এমপিওর জন্য আবেদন করার সুযোগ আসে। এই আবেদনগুলো চূড়ান্ত ও বাতিল করার এখতিয়ার একমাত্র পরিচালকের। কিছুদিন আগে রাজশাহী মাউশির পরিচালককে বদলি করা হয়েছে। নতুন কাউকে পদায়ন করা হয়নি। এতে অনেক শিক্ষকের এমপিওর আবেদন স্থগিত হয়ে গেছে।
অবস্থান কর্মসূচিতে গোপালপুর মহিলা কলেজের নন এমপিও শিক্ষক আলমগীর হোসেন, হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল হুদা, পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষক নাদিয়া ইসলাম ও নাটোর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল খালেক প্রুমখ উপস্থিত ছিলেন।
কেয়া/মাসুদ