ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মমেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১১ নভেম্বর ২০২৪  
মমেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আনোয়ারা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া আনোয়ারা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আলোকদিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

ডা. মহিউদ্দিন খান বলেন, আনোয়ারা গত ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তিনি ডেঙ্গুসহ রক্তের ইনফেকশন ও ফুসফুসের সংক্রামণ (নিউমোনিয়া) রোগে ভুগছিলেন।

তিনি বলেন, হাসপাতালে মোট ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন, সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৪ জন।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়