ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২২, ১২ নভেম্বর ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

বাগেরহাটের মোল্লাহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৩টায় উপজেলার মেঝেরা গাওলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকারচালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ।
আহতরা হলেন,  মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।

আরো পড়ুন:

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহিদুল/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়