ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঝালকাঠিতে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১২ নভেম্বর ২০২৪  
ঝালকাঠিতে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড 

ঝালকাঠির নলছিটি পৌরসভার হাইস্কুল সড়কে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের টিম তাদের কাছ থেকে ১১ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করে।

সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এ অভিযান পারিচালনা করেন। এ সময় নলছিটি থানার সাব ইন্সপেক্টর হেমায়েত হোসেন ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। ব্যবসায়ী হানিফ হাওলাদারকে তিন হাজার টাকা, শ্যামলকে ৫০০ টাকা ও নাঈমকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। 

/অলোক/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়