ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাগেরহাটে মাদকের বিরুদ্ধে ছাত্রদলের প্রচারণা 

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১২ নভেম্বর ২০২৪  
বাগেরহাটে মাদকের বিরুদ্ধে ছাত্রদলের প্রচারণা 

বাগেরহাট মাদকমুক্ত করার লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীরা প্রচার অভিযান শুরু করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন জেলা ছাত্রদল ও প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাদকবিরোধী মিছিল করেন। মিছিল শেষে প্রফুল্ল চন্দ্র কলেজ মাঠে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আল মামুন, আল ইমরান, মাহিন হাসনাইন, রাফি রহমান, শেখ আকিব আহসান, রোহিত হালদার, সোহানুর রহমান মোল্লা, সুব্রত মজুমদার, শীলন হাওলাদার, ফয়সাল হোসেন, স্বপ্নীল শিকদার, তাওহীদ আবেদী প্রমুখ।

জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ‘বিগত সরকারের আমলে বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে ছাত্রলীগকর্মীরা শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দিয়েছিল। নতুন বাংলাদেশে যাতে আর কোনো শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকে না যায়, সেই লক্ষ্যে আমরা মাদকবিরোধী প্রচার অভিযান শুরু করেছি।’

আরো পড়ুন:

‘মাদককে না বলুন’ স্লোগান সামনে রেখে তাদের এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান ছাত্রদল নেতারা।

ছাত্রদল নেতা আল ইমরান বলেন, ‘বাগেরহাটকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এক সময় ক্যাম্পাসে মাদকের আখড়ায় পরিণত করেছিল। ভবিষ্যতে ছাত্রলীগকে আর ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।’

পিসি কলেজ ছাত্রদল নেতা মাহিন হাসনাইন সার্জা বলেন, পিসি কলেজের মাটিতে মাদকসহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আর ঠাঁই হবে না। দেশনায়ক তারেক রহমান সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্রদের কাজ করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় পিসি কলেজ ছাত্রদল কাজ করে যাচ্ছে।
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়