ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

দুর্গম পুন্নমনিছড়ায় বিজিবির স্কুল নির্মাণ

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১২ নভেম্বর ২০২৪  
দুর্গম পুন্নমনিছড়ায় বিজিবির স্কুল নির্মাণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর উদ্যোগে কচুতলী টিওবির আওতাধীন জুরাছড়ি উপজেলার দুর্গম  সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়ার পক্ষ হতে কচুতলী টিওবির ক্যাম্প কমান্ডার  নায়েব সুবেদার মো. হাসান জাহিদ দুর্গম পুন্নমনিছড়া পাড়ায় নির্মিত স্কুল ঘরের শুভ উদ্বোধন করেন। 

এ সময় স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিজিবির পক্ষ হতে স্কুলের ৪৭ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম এবং পেন্সিল বিতরণ করা হয়। 

উদ্বোধন শেষে পুন্নমনিছড়া পাড়ার কারবারি শান্তিময় চাকমার কাছে স্কুল ঘরটি হস্তান্তর করা হয়। এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর বিজিবির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। 

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, ‘সবার জন্য মানসম্মত শিক্ষা বাস্তবায়ন এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর পক্ষ হতে  প্রাথমিক স্কুল ঘরটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, চলতি বছরের  গত ৩০ জুলাই  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর  অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া  নিয়মিত বিওপি পরিদর্শনের অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ কচুতলী টিওবি পরিদর্শন করেন।  

পরিদর্শনকালে দুর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের স্থানীয় কারবারী, মেম্বার এবং জনসাধারনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময়  স্থানীয় জনসাধারণ  রাঙামাটি  জেলার জুরাছড়ি উপজেলাধীন কচুতলী টিওবির দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পুন্নমণিছড়ায় একটি স্কুল ঘর প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানান। 

ওয়াগ্গাছড়া জোন সদর হতে সুদূর ১১১ কিলোমিটার দূরে সীমান্ত এলাকার কচুতলী টিওবি সংলগ্ন ৩টি পাড়ার (কজাতলীপাড়া, পুন্নমনিছড়া ও এইডছড়ি পাড়া) চাকমা সম্প্রদায়ের ৪৭টি পরিবার এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৮টি পরিবারসহ সর্বমোট ৫৫টি পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য স্কুল ঘর নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) প্রাথমিক স্কুল ঘরটি উদ্বোধন করা হলো।

শংকর হোড়/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়