ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

যৌথবাহিনীর ওপর এসিড হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১২ নভেম্বর ২০২৪  
যৌথবাহিনীর ওপর এসিড হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সুমন চৌধুরী

চট্টগ্রাম নগরের হাজারী লেনে অভিযানের সময় যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে সুমন চৌধুরীকে গ্রেপ্তারের তথ্য জানায়। 

আরো পড়ুন:

চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর একটি ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হাজারী লেনে মো. ওসমান নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বীরা। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বীরা যৌথবাহিনীর ওপর হামলা করে। এসময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও এসিড ছোড়ে। চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনীর ওপর এসিড হামলার সঙ্গে জড়িত আক্রমণকারী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন জানান, হাজারী লেনে যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপের ইন্ধনদাতা হিসেবে তথ্য প্রমাণের ভিত্তিতে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায়সহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

ঢাকা/রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়