ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ঝিনাইদহ সীমান্তে ২ দিনে আটক ৩৫

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৭, ১২ নভেম্বর ২০২৪
ঝিনাইদহ সীমান্তে ২ দিনে আটক ৩৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে গতকাল সোমবার ১৮ জন ও মঙ্গলবার (১২ নভেম্বর) একজন দালাল ও ১৬ জনকে আটক করা হয়।  

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ আটকের তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল গতকাল সোমবার ও আজ মঙ্গলবার মহেশপুর উপজেলার মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর এবং শ্রীনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১২ নারী, ১৫ পুরুষ এবং ৮ শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

এদিকে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজনকে আটক করেছে বিজিবি। তিনি ভারতীয় নাগরিক। আইনী প্রক্রিয়া শেষে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়