ফরিদপুরে নিখোঁজ আবরাবের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আবরাব
ফরিদপুরে তিন দিন আগে বাড়ি থেকে কিছু না বলে বের হয়ে যাওয়া কিশোর আবরাবের (১৫) লাশ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে ফরিদপুর শহরতলীর গেরদা ইউনিয়নের সাহেব বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবরাব ফরিদপুর শহরের চরকমলাপুর ডাবলব্রিজ এলাকার কামরুল হাসানের একমাত্র ছেলে।
পুলিশ জানায়, পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ আবরাবের লাশ উদ্ধার করে।
আবরাবের চাচা মার্শাল টিটু জানান, আবরার শনিবার (১০ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে কিছু না বলে বের হয়ে আর ফিরে আসেনি। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। বিকেলে পুলিশ পরিবারকে খবর দিলে গিয়ে লাশ শনাক্ত করা হয়। ওই দিন রাতেই কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
টিটু জানান, শনিবার রাতে শহরতলীর জোয়ারের মোড় এলাকায় স্থানীয়রা আবরাবকে ঘোরাফেরা করতে দেখে আটকে রাখে। সকালে আবার ছেড়েও দেয়। রোববার (১১ নভেম্বর) আবরাব এক্সিডেন্ট করেছে, মানিকগঞ্জ হাসপাতালে আছে জানিয়ে পুলিশ পরিচয়ে ৭ হাজার টাকা চেয়ে ফোন করে। তাৎক্ষণিক নগদ নম্বরে টাকা পাঠানো হয়। পরে সেই নম্বর বন্ধ পাওয়া যায়।
কোতয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল জানান, লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
তামিম/বকুল