ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

সুনামগঞ্জে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১২ নভেম্বর ২০২৪  
সুনামগঞ্জে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদ নির্মাণের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৮০) নামে বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ৪০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুজাত মিয়া নিহত হন। উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

আরো পড়ুন:

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে। 

মনোয়ার/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়