ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১২ নভেম্বর ২০২৪  
অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আরিয়ান সরকার

গাজীপুরের শ্রীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে আরিয়ান সরকার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই সোহেল আল মামুন। 

মারা যাওয়া আরিয়ান উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীনের ছেলে। সে ফরিদপুর গ্রামে পরিবারের সঙ্গে থাকতো।

আরো পড়ুন:

স্বজনরা জানান, আজ বিকেলে বড় বোনের সঙ্গে লুকোচুরি খেলছিল আরিয়ান। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকিতে পড়ে পানিতে তলিয়ে যায় আরিয়ান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি পরিবারকে জানায় তার বোন পুতুল।

খোঁজাখুঁজির এক পর্যায়ে সেপটিক ট্যাংকিতে আরিয়ানের জুতা দেখতে পান এলাকাবাসী। পরে ট্যাংক থেকে ভাসমান অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

এসআই সোহেল আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়