ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৫৭, ১৩ নভেম্বর ২০২৪
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় ছাত্রলীগের সাবেক নেতা তানভীর মিয়াকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

তানভীর জেলা শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরকে পেটে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা/রবিউল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়