ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

ঝালকাঠিতে আগুনে পুড়লো দুইটি বসতঘর

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১৩ নভেম্বর ২০২৪  
ঝালকাঠিতে আগুনে পুড়লো দুইটি বসতঘর

ঝালকাঠির রাজাপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুইটি বসতঘর পুরে ছাই হয়ে গেছে। প্রায় তিনঘণ্টা পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মধ্য মনোহোরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা হলেন- ওই এলাকার মৃত নিশিকান্ত সিকদারের ছেলে গৌতম সিকদার (৩৫) ও মৃত অনন্ত শিকদারের ছেলে রাজাপুর বড়ইয়া আব্দুল মালেক ডিগ্রী কলেজের প্রভাষক অসীম সিকদার (৪০)।

ক্ষতিগ্রস্ত অসীম সিকদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগলে পরে সেটি অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করার আগে দুইটা ঘরের মালামাল ও সম্পূর্ণ ঘর পুরে ছাই হয়ে গেছে। দুইটা ঘরের ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আ.খালেক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার পরে পানি সংকট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। আমাদের তিনটি ইউনিট কাজ করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারদের উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

ঢাকা/অলোক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়