ঝালকাঠিতে চালু হয়েছে ‘কৃষক বাজার’
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে চালু হয়েছে ‘কৃষক বাজার’। এ বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য এনে সাধারণ মানুষের কাছে বিক্রি করতে পারবেন। বুধবার (১৩ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান
এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন এ বাজার তত্ত্বাবধায়নে রয়েছে। এখানে কৃষকের কাছ থেকে ক্রেতারা সরাসরি কৃষিপণ্য ক্রয় করতে পারছেন। বাজারের চেয়ে কম মূল্যে সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/অলোক/ইমন