ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

লোহাগড়ায় কিছুটা কমেছে সবজির দাম

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:১৪, ১৩ নভেম্বর ২০২৪
লোহাগড়ায় কিছুটা কমেছে সবজির দাম

নড়াইলের লোহাগড়া বাজারে সবজি কিনছেন এক ক্রেতা। বুধবার বেলা ১১টার দিকে। ছবি: রাইজিংবিডি

নড়াইলের লোহাগড়ায় শীতকালীন সবজি বাজারে উঠায় দাম কিছুটা কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৩ নভেম্বর) উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ৭০-৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৮০-১০০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, মুলা ৪০ টাকা, পটল ৪০-৬০ টাকা, শিম ৬০-৮০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা ও পালংশাক ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এসব সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বেশি ছিল।

লোহাগড়া বাজারের সবজি বিক্রেতা হামিদ উদ্দিন বলেন, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কিছুটা কমেছে। আজ লালশাক আঁটি ১৫-২০ বিক্রি করছি, যা এক সপ্তাহ আগেও ৩০ টাকায় বিক্রি হয়েছে।

আরো পড়ুন:

পাইকারি সবজি ব্যবসায়ী ইবাদত শিকদার বলেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমবে। তবে আগের তুলনায় দাম কিছুটা কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়