ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ফের দুই ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:০১, ১৩ নভেম্বর ২০২৪
ফের দুই ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’ 

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে রড সিমেন্ট বোঝাই দুইটি ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। 

বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযোগ করেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। 

অভিযোগে তিনি জানিয়েছেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন নেওয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। ট্রলার দুইটিতে ছয়জন মাঝি রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

টেকনাফ-২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদেরকে বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। 

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে মাছ শিকারে যাওয়া ১৫টি ডিঙি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

পরে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তাদেরকে দেশে ফেরত আনে বিজিবি।

ঢাকা/তারেকুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়