ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

উপদেষ্টা চেয়ে রংপুরে ছাত্র-জনতার সড়ক অবরোধ 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:০০, ১৩ নভেম্বর ২০২৪
উপদেষ্টা চেয়ে রংপুরে ছাত্র-জনতার সড়ক অবরোধ 

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুর ১২টার দিকে নগরীর লালবাগ থেকে ‌‘রংপুরের সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ১২টার দিকে মর্ডান মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ যোগ দেয়। আন্দোলনকারীরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বন্ধ করে দুপুর দেড়টা পর্যন্ত দাবি আদায়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পরেন চালক ও পথচারীরা।

আরো পড়ুন:

বিক্ষোভকারীরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার প্রাণের বিনিময়ে বিপ্লব সংগঠিত হলেও এখন সেই আবু সাইদের রংপুর বৈষম্যের শিকার। 

বিক্ষোভকারীরা উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের অপসারণের দাবি জানান। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্যে নূন্যতম চারজন উপদেষ্টা এবং সচিবলায়ে নতুন নতুন নিয়োগে যোগ্যতার ভিত্তিতে এখানকার শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ আহমেদ, ইয়াসির আরাফাত, ডা. ফাহিম, ডা. জামিল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরপর কয়েক দফায় বেড়ে বর্তমানে এই সরকারে ২৪ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। সবশেষ গত ১০ নভেম্বর নতুন করে শপথ নিয়েছেন তিন উপদেষ্টা।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়