ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ‌‘বিষপানে’ ২ মেয়ে ও মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৩ নভেম্বর ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়ায় ‌‘বিষপানে’ ২ মেয়ে ও মায়ের মৃত্যু

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় বিষপানে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩ নভেম্বর) ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল তাদের মৃত্যুর তথ্য জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মামুনুর রশীদ বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছেন বলে ধারণা করা হচ্ছে।’

আরো পড়ুন:

মারা যাওয়ারা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং দুই মেয়ে রওজা (৫) ও নওরিন (৩)।

চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, ‘বিষপান করা এক নারীকে আজ সকাল ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। কিছুক্ষণ পর তার দুই মেয়েকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর তাদের মা মারা যান।’

হাসপাতালের কর্মকর্তারা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। সঙ্গে থাকা স্বজনরা কী কারণে এই ঘটনা তা বলতে পারেননি। তিনজনের মৃত্যুর তথ্য পেয়ে স্বামী ও স্বজনরা পালিয়ে যান।

নিহত শারমিনের মা রেজিয়া খাতুন বলেন, তার মেয়ে ও দুই শিশুর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। সঠিক তদন্তের দাবি করেন তিনি।

এসআই মামুনুর রশীদ বলেন, ‘কী কারণে এই ঘটনা তা জানা যায়নি। তিনজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়