ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫০

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৩ নভেম্বর ২০২৪  
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বুধবার দুপুরে মুকসুদপুরের ফতেপট্রি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় ভাঙচুর করা একটি বাড়ি

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ আহত  হয়েছেন। এসময় ২২টি বাড়ি ও দোকান ভাঙচুর এবং দুটি গরু লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ এবং বাকিদের মুকসুদপুর, ভাঙ্গা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম উজ্জল। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম উজ্জল বলেন, ‘ফতেপট্রি গ্রামের তারা মোল্যা ও মিজান মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এসময় ২২টি বাড়ি ও দোকান ভাঙচুর এবং দুটি গরু লুট করা হয়ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের ভাঙ্গা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

ভুক্তোভোগী সোবাহান খান বলেন, ‘মিজানুর মোল্যা, ফিরোজ খান, সুর্য্য মোল্যা, কিবরিয়া মোল্যাসহ প্রায় শতাধিক লোক জমি বিরোধের জেরে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বাড়ি, দোকান ভাঙচুর করে, আমার বাড়িতে থাকা দুটি গরু লুট করে নিয়ে গেছে তারা।’

অপর ভুক্তভোগী আব্দুল আলী মোল্লা বলেন, ‘আমার বাড়ি ভাঙচুর কর হয়েছে। হামালাকারীরা ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’ 

এ বিষয়ে জানতে তারা মোল্যা ও মিজান মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়