ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফতুল্লায় ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৩ নভেম্বর ২০২৪  
ফতুল্লায় ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

মো. মানিক মিয়া

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদ থেকে পড়ে মো. মানিক মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবপুরের শাহীবাজার আমতলা এলাকায় মারা যান তিনি বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম। 

মারা যাওয়া  মানিক মুন্সীগঞ্জ জেলার চর সন্তোশপুর এলাকার মুজাফফর প্রধানির ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ফতুল্লার শাহীবাজার আমতলা এলাকায় আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে বসবাস করতেন।

আরো পড়ুন:

ভবনে কাজ করা শ্রমিকরা বলেন, ইমরান হোসেন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা। আজ দুপুর দেড়টার দিকে অসাবধানতাবশত ভবনটির ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়