ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

সাভারে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১৩ নভেম্বর ২০২৪  
সাভারে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

আহত মো. মুরাদ হোসেন

ঢাকার সাভারে মো. মুরাদ হোসেন (২৭) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ‌‘মুরাদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আহত মুরাদ হোসেন সাভার উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

আরো পড়ুন:

অভিযুক্তরা হলেন- মো. কামরুল ইসলাম (৩৮), মো. শরিফ (২৭), সোহেল (২২), মো. জুয়েল (২৫), আবেদ (২২), মো. মোতালেব (৪০), মো. রবিউল (৩৮) ও নাম না জানা তিন-চারজন। তারা সবাই তেঁতুলঝোরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।  

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কিছু দিন ধরে মুরাদ হোসেনকে রাজনৈতিক বিরোধিতার জেরে হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্তরা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে একা পেয়ে অভিযুক্তরা মুরাদ হোসেনের ওপর আক্রমণ করে। লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে আহত করে। মুরাদ হোসেনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তারা তাকে উদ্ধার করে হেমায়েতপুরের একটি হাসপাতালে ভর্তি করেন।

মুরাদ হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ হুমকি দিচ্ছিল। গতকাল একা পেয়ে আমার ওপর হামলা করে। আমি থানায় অভিযোগ করেছি।’

ঢাকা/সাব্বির/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়