ঢাকা     শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৪ ১৪৩১

খাগড়াছড়ি জেলা আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ৪

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৩ নভেম্বর ২০২৪  
খাগড়াছড়ি জেলা আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ৪

ফাইল ফটো

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা। 

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী ১৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল বাতেন মৃধা।

আরো পড়ুন:

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- রামগড় পৌরসভার সাবেক কাউন্সিলর বিঞ্চু দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ও মাটিরাঙ্গার চাল ব্যবসায়ী আব্দুল জলিল।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘গ্রেপ্তারকৃতদের খাগড়াছড়িতে আনতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’

ঢাকা/রূপায়ন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়