ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সকল স্টেডিয়াম সংস্কার করা হবে: উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৩১, ১৩ নভেম্বর ২০২৪
সকল স্টেডিয়াম সংস্কার করা হবে: উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শিক্ষার্থী ও যুবকরা যেন পড়াশোনার পাশাপাশি খেলায় ফিরতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দেশে যেসব স্টেডিয়াম রয়েছে, তার মধ্যে অনেকগুলো সংস্কার করা প্রয়োজন। সেই স্টেডিয়াম-গুলো সংস্কার করে ব্যবহারযোগ্য হিসেবে গড়ে তোলা হবে।’

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়াম যেগুলোতে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহারযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুর্নগঠন চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে, তারা যেন প্রান্তিক পর্যায়ে খেলাধূলাকে পৌঁছে দেয়। আগের মতো যেন খেলাধূলা চলে, তরুণ ও যুবকরা যেন অংশ গ্রহণ করতে পারে সেটিও নিশ্চিত করা হবে।’ 

তিনি বলেন, ‘আমলাতন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। আমরা মনে করি, তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই সেবাটা যেন জনগণ দেন। জনগণের সাথে দূরত্ব কমিয়ে আনতে হবে। তথ্যের ঘাটতি এবং কর্মকর্তাদের যে পাওয়া যায় না এই বিষয় নিয়ে আমরা কাজ করব। এ জন্য তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্খিত সেবাটা দেন। দূরত্বটা যেন কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগণের। এজন্য আমরা কাজ করছি যেন কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। আমরা কর্মকর্তাদের আরও বেশি জনসম্পৃক্ত হতে বলেছি।’

ঢাকা/কাওছার/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়